জামিল আহমদ 14 April, 2023 01:57 PM
জেনে রাখা ভালো-
‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত।
করবো-
যাকাত আদায়
ছাড়বো-
রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা
মাসআলা-
যদি পান খাওয়ার পরে খুব ভালোভাবে কুলি করার পরও রোজা অবস্থায় থুথুর সঙ্গে লাল রং বের হয়, তাহলে কোনো সমস্যা নেই। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩
ভুল ধারণা-
কুরআন খতমের পর বখশে দেওয়াকে জরুরি মনে করা হয়। এটাও ভুল ধারণা। কুরআন পড়লেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বখশে দেওয়ার কোনো দরকার নেই।
আমল-
পবিত্র কুরআনুল কারীমের ২২তম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)
সুসংবাদ-
সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে; তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (বুখারি শরিফ, ইমান অধ্যায়, পরিচ্ছেদ: ২৫, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৯-৩০, হাদিস: ৩৪; ইফা।
উপকারিতা-
রোযা রাখার ফলে লিপিড প্রোফাইলে ইতিবাচক প্রভাব পড়ে। ফলে উচ্চ মাত্রায় কোলেস্টেরলে ভুগছেন এমন রোগীদের রক্তে কোলেস্টেরল দ্রুত কমতে শুরু করে।
ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।